ভোটার তালিকা আইন, ২০০৯ এর ধারা ৭(২) এবং ভোটার তালিকা বিধিমালা, ২০১২ এর বিধি ১৪(১) অনুসারে আমি হাফিজা খাতুন, উপজেলা নির্বাচন অফিসার, হরিরামপুর, মানিকগঞ্জ ও রেজিস্ট্রেশন অফিসার এতদ্বারা মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার, আজিমনগর, বলরা, বাল্লা, বয়রা, চালা, ধুলসুরা, গালা, গোপীনাথপুর, হারুকান্দি, কাঞ্চনপুর, লেসড়াগঞ্জ, রামকৃষ্ণপুর, সুতালড়ী ইউনিয়নের ০১-০৯ নং ওয়ার্ডের সকল ভোটার এলাকার সমূহের তালিকার উল্লিখিত এলাকাসমূহের ভোটার তালিকা হালনাগাদ-২০২২ কার্যক্রমে সংগৃহীত তথ্যের ভিত্তিতে যে সকল ভোটার ০১ জানুয়ারি ২০২৫ তারিখে ভোটার হিসেবে যোগ্য হয়েছেন তাদের ছবিসহ খসড়া ভোটার তালিকা প্রকাশ করিতেছি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস